নয়াদিল্লী, ১০ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত সংস্কৃত ভাষার পণ্ডিত ও ব্রহ্মর্ষি সংস্কৃত মহাবিদ্যালয় নাদিয়াদ-এর প্রতিষ্ঠাতা দাহিয়াভাই শাস্ত্রীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে তাঁর বার্তায় বলেন;
“ব্রহ্মর্ষি সংস্কৃত মহাবিদ্যালয় নাদিয়াদ-এর প্রতিষ্ঠাতা দাহিয়াভাই শাস্ত্রীর প্রয়াণ সংবাদ অত্যন্ত দুঃখজনক। তিনি আজীবন সংস্কৃত ভাষার প্রসার ও শিক্ষার জন্য কাজ করেছেন।
ঈশ্বর তাঁর আত্মার শান্তি প্রদান করুন। শোকাহত অনুগামীদের জন্য রইল সমবেদনা।
ওঁ শান্তি…।”
PG/PM/NS
નડિયાદ બ્રહ્મર્ષિ સંસ્કાર ધામના સંસ્થાપક પદ્મશ્રી ડાહ્યાભાઇ શાસ્ત્રીજીના અવસાનના સમાચાર દુઃખદ છે. તેઓએ આજીવન સંસ્કૃત ભાષાનો વ્યાપ અને શિક્ષણ વધે તે માટે કાર્ય કર્યું.
— Narendra Modi (@narendramodi) October 10, 2023
ઈશ્વર સદ્ગત આત્માને શાંતિ પ્રદાન કરે એ જ પ્રાર્થના તથા શોકગ્રસ્ત અનુયાયીઓને સાંત્વના ॥
ૐ શાંતિ...!