Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পদ্মশ্রী জয়ী শ্রী প্রেমজিৎ বারিয়ার শিল্পকর্ম সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৬ এপ্রিল, ২০২৩

দিউ-এর বিখ্যাত শিল্পকর্ম নিয়ে পদ্মশ্রী জয়ী শ্রী প্রেমজিৎ বারিয়ার সৃষ্টি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কিছুদিন আগে আমি শ্রী প্রেমজিৎ বারিয়াজীর কাছ থেকে এই আশ্চর্যজনক শিল্পকর্মগুলি পেয়েছি, যিনি সদ্য পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন৷ তাঁর কাজের মধ্যে রয়েছে দিউ-এর বিখ্যাত নিদর্শন। দেখুন”।
“শ্রী প্রেমজিৎ বারিয়াজীর আরও কিছু শিল্পকর্ম এখানে রয়েছে। আশা করি, এই কাজটি ভবিষ্যতে আপনাকে দিউ ভ্রমণে অনুপ্রাণিত করবে”।

PG/MP/SB