নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেছেন, দূরদর্শী, চিন্তাবিদ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। প্রান্তিকতম ব্যক্তিটিরও বিকাশের লক্ষ্যে তাঁর অনন্য দর্শন সমৃদ্ধ, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ দেশ গঠনের কাজে আমাদের কাছে প্রেরণা স্বরূপ।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট এই মর্মে বার্তা দিয়েছেন।
SC/AC/SG/
On his Punya Tithi, we pay heartfelt tribute to Pandit Deendayal Upadhyaya Ji, a visionary thinker who dedicated himself to the service of India. His philosophy of uplifting the last person in society continues to inspire our journey towards a strong nation. His sacrifice and…
— Narendra Modi (@narendramodi) February 11, 2025