নয়াদিল্লি, ২৪ এপ্রিল, ২০২৩
নৌ-জাহাজ থেকে বিএমডি ইন্টারসেপ্টরের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রেক্ষিতে ডিআরডিও এবং ভারতীয় নৌ-বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
নৌ-বাহিনীর এক ট্যুইট বার্তার উত্তরে শ্রী মোদী তাঁর বার্তায় বলেছেন :
“প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের দক্ষতা ও ক্ষমতা প্রসারের লক্ষ্যে আমাদের বিজ্ঞানীরা নিরন্তরভাবে সাহসিকতা ও সঙ্কল্পের পরিচয় দিয়েছেন। সেজন্য তাঁদের অভিনন্দন জানাই।”
PG/SKD/DM/
Congratulations to our scientists for their continuous grit and determination to further strengthen our defence capabilities. https://t.co/ImT49oE1ft https://t.co/6Ndq1GYt1K
— Narendra Modi (@narendramodi) April 24, 2023