Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নেপালের লুম্বিনীতে বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান

নেপালের লুম্বিনীতে বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান


নতুন দিল্লি,  ১৬ মে,  ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নেপালের লুম্বিনীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যান্ড মেডিটেশন হলে ২৫৬৬তম বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। তাঁর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও তাঁর পত্নী আর্জু রানা দেউবা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সেদেশের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ তথা লুম্বিনী ডেভলপমেন্ট ট্রাস্টের সভাপতি মিঃ প্রেম বাহাদুর আলে, লুম্বিনীর মুখ্যমন্ত্রী কুল প্রসাদ কে সি, শ্রদ্ধেয় মেত্তেয়া শাক্য পুত্তা সহ নেপাল সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
 
দুই দেশের প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেন। প্রায় আড়াই হাজার ব্যক্তি সমাবেশে উপস্থিত ছিলেন। বহু বৌদ্ধ সন্ন্যাসী, পন্ডিত  ও আন্তর্জাতিক প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে যোগ দেন। 
 
CG/BD/AS/