Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নেদারল্যান্ড-এর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নেদারল্যান্ড-এর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


নয়াদিল্লি,  ১০  সেপ্টেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে ১০ সেপ্টেম্বর ২০২৩এ জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে নেদারল্যান্ড-এর প্রধানমন্ত্রী শ্রী মার্ক রুটি-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন। 

প্রধানমন্ত্রী রুটি ভারতের জি২০ সভাপতিত্ব এবং শীর্ষ সম্মেলনের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি চন্দ্রযান অভিযানের সাফল্যের জন্যেও ভারতকে অভিনন্দন জানান এবং আদিত্য অভিযানের জন্য শুভেচ্ছা জানান। 

দুই নেতাই বাণিজ্য ও লগ্নী, প্রতিরক্ষা ও নিরাপত্তা, স্বচ্ছ শক্তি ও গ্রীন হাইড্রোজেন, সেমি কন্ডাক্টর, সাইবার ও ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরালো করার পন্থা নিয়ে আলোচনা করেন।

পারস্পরিক স্বার্থ বিজড়িত আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়। 

 

AC/AP/NS