নতুন দিল্লি, ১৬ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশে মহিলাদের ক্ষমতায়নের জন্য নারী শক্তি বন্দন অধিনিয়ম-এর গুরুত্ব তুলে ধরেছেন।
নারী শক্তি বন্দন অধিনিয়ম নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি-র লেখা একটি প্রবন্ধ সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে;
“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @kishanreddybjp লিখেছেন সম্প্রতি পাশ হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়ম কিভাবে মহিলাদের ক্ষমতায়নের প্রতীক এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মহিলাদের আহ্বান হয়ে উঠেছে।”
PG/ AP /SKD
Union Minister, Shri @kishanreddybjp, writes how the recently passed Nari Shakti Vandan Adhiniyam is a symbol of empowerment and a call for women to lead our nation towards a brighter future. https://t.co/9cjhUud0mB
— PMO India (@PMOIndia) October 16, 2023