নতুন দিল্লি, ১৩ই অক্টোবর ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মনে করেন যে, নারী শক্তি বন্দন অধিনিয়ম সামগ্রিকভাবে নারীদের সম্মানকে শক্তিশালী করে তুলবে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নীতি নির্ধারণের জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করবে।
এক্স মাধ্যমে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়ালের করা একটি পোস্ট সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে :
“কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল লিখেছেন যে নারী শক্তি বন্দন অধিনিয়ম সামগ্রিকভাবে নারীদের সম্মানকে শক্তিশালী করে তুলবে এবং আইন প্রণয়নের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নীতি নির্ধারণের জন্য এক আদর্শ পরিবেশ তৈরি করবে।”
PG/SS /SG
केंद्रीय मंत्री श्री @arjunrammeghwal लिखते हैं कि विधायी क्षेत्र में नारी शक्ति वंदन अधिनियम, महिलाओं के सम्मान को समग्र रूप में बल प्रदान करेगा तथा इससे संतुलित नीति निर्माण के लिए आदर्श परिस्थिति सृजित होगी। https://t.co/xjW79dOxgs
— PMO India (@PMOIndia) October 13, 2023