নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের একটি নিবন্ধের সূত্র ধরে স্বীকার করে নিয়েছেন যে, নারী শক্তি বন্দন অধিনিয়ম নীতি ও আইন প্রণয়নের মাধ্যমে মহিলাদের সামনে থাকা বাধা-বিপত্তি দূর হবে এবং সুসংহত শাসন ব্যবস্থার নতুন যুগের সূচনা হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের একটি বার্তা এক্স হ্যান্ডেলে শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন:
“সম্প্রতি পাশ হওয়া নারী শক্তি বন্দন অধিনিয়ম কি ভাবে সুসংহত শাসন ব্যবস্থার নতুন যুগের সূচনা করবে তা বিস্তৃত বর্ণনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ।”
PG/PM/AS
Union Home Minister, Shri @AmitShah elaborates how the recently passed Nari Shakti Vandan Adhiniyam ushers in a new era of inclusive governance. https://t.co/0N5U06H1ZO
— PMO India (@PMOIndia) September 25, 2023