Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নাগরিকদের কাছ থেকে মন কি বাত-এর ১০১-তম পর্বের জন্য পরামর্শের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি,  ১৯  মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত-এর ১০১-তম পর্বের জন্য নাগরিকদের কাছ থেকে পরামর্শ আহ্বান করেছেন। এই পরামর্শ যে লিঙ্ক এবং ফোন নম্বরের মাধ্যমে পাঠানো যাবে, তিনি সেগুলিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“#MannKiBaat –এর ১০১-তম পর্বটি আগামী ২৮ তারিখ সম্প্রচারিত হবে। এই অনুষ্ঠানের জন্য আপনাদের মূল্যবান পরামর্শের অপেক্ষায় রয়েছি। ১৮০০-১১-৭৮০০ ফোন নম্বরে আপনার বার্তা রেকর্ড করতে পারেন অথবা NaMo App / My Gov-এ লিখে পাঠান।”

 

PG/CB/NS