Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নাগপুরে প্রধানমন্ত্রীর স্মৃতি মন্দির পরিদর্শন

নাগপুরে প্রধানমন্ত্রীর স্মৃতি মন্দির পরিদর্শন


নতুন দিল্লি, ৩০ মার্চ ২০২৫

 

 

আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগপুরে স্মৃতি মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ডঃ কে. বি. হেডগেওয়ার এবং শ্রী এম. এস. গোলওয়ালকর-এর স্মরণে শ্রদ্ধা জানান। 

 

তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্টে লেখেন :

 

“নাগপুরের স্মৃতি মন্দির পরিদর্শন একটি অত্যন্ত বিশেষ অভিজ্ঞতা। আজকের পরিদর্শন আরও বিশেষ হয়ে উঠেছে বর্ষ প্রতিপদ উপলক্ষে, কারণ এই দিনটি পরম পূজ্য ডঃ সাহেবের জয়ন্তী দিবসও। 

 

আমার মতো অসংখ্য মানুষও পরম পুজ্য ডঃ সাহেব এবং পূজ্য গুরুজির ভাবনা থেকে অনুপ্রেরণা ও শক্তি পান। এই দুই মহান ব্যক্তিকে শ্রদ্ধা জানানো আমার জন্য অত্যন্ত সম্মানের, কারণ এঁরা একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ভাবে গর্বিত ভারতের স্বপ্ন দেখেছেন।”

 

 

 

SC/SB/AS