নতুন দিল্লি, ১৭ নভেম্বর ২০২৪
নাইজেরিয়ায় বসবাসকারী মারাঠিদের বিশেষ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রবাসী হলেও নিজস্ব শিকড় ও সংস্কৃতিকে তাঁরা বিস্মৃত হননি। মারাঠি ভাষাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দানে তাঁরা বিশেষ আনন্দ প্রকাশই করেছেন।
এসম্পর্কে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন:
“নাইজেরিয়ার মারাঠি সম্প্রদায় মারাঠি ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশেষ ভাবে উচ্ছ্বসিত। যে ভাবে তাঁরা নিজস্ব মূল ও সংস্কৃতিকে আজও ধরে রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”
PG/SKD/AS
In Nigeria, the Marathi community expressed joy at Marathi being conferred the status of a Classical Language. It is truly commendable how they remain connected to their culture and roots. pic.twitter.com/hVDVykAGi2
— Narendra Modi (@narendramodi) November 16, 2024