Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নব সম্বৎসর, উগাড়ি, সাজিবু চেরোবা, গুড়ি পাড়ওয়া, চেতি চাঁদ এবং নবরেহ্ উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


নতুন দিল্লি, ৩০ মার্চ ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দেশবাসীকে নব সম্বৎসর, উগাড়ি, সাজিবু চেরোবা, চেতি চাঁদ এবং নবরেহ্ উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।  

এক্স হ্যান্ডলে একটি স্বতন্ত্র পোস্টে তিনি লেখেন :

“সমস্ত দেশবাসীকে নব সম্বৎসর, উগাড়ি, সাজিবু চেরোবা, চেতি চাঁদ এবং নবরেহ্ উৎসবের শুভেচ্ছা জানাই। এই উৎসবগুলি আপনাদের সকলের জীবনে নতুন উৎসাহ নিয়ে আসুক, যা উন্নত ভারতের সংকল্পকেও নতুন প্রাণশক্তিতে পরিপূর্ণ করে তুলবে। 

আপনাদের সবাইকে শুভ উগাড়ি, 

শুভ সাজিবু চেরোবা, 

শুভ গুড়ি পাড়ওয়া, 

শুভ চেতি চাঁদ, 

শুভ নবরেহ্।”

 

SC/SB/AS