Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন


নতুন দিল্লি, ৩০ মার্চ ২০২৫

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জনগণকে নবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি পণ্ডিত যশরাজের উচ্চারিত একটি স্তোত্র মা দুর্গার উদ্দেশে উৎসর্গ করেন। 

এক্স হ্যান্ডলে একটি স্বতন্ত্র পোস্টে তিনি লেখেন :

“নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে অনেক অনেক শুভকামনা। শক্তিসাধনার এই পবিত্র উৎসব প্রত্যেকের জীবনকে সাহস, সংযম এবং সামর্থ দিয়ে পরিপূর্ণ করুক। জয় মাতা দী!”

“নবরাত্রির শুভারম্ভ মায়ের উপাসকদের মনে ভক্তির একটি নতুন চেতনা জাগিয়ে তোলে। আশাকরি মায়ের আরাধনায় সমর্পিত পণ্ডিত যশরাজ জির এই স্তুতি উচ্চারণ প্রত্যেককে মন্ত্রমুগ্ধ করে তুলবে…”

SC/SB/AS