Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নবরাত্রিতে মাতা দুর্গার তৃতীয় স্বরূপিনী দেবী চন্দ্রঘন্টার উদ্দেশে প্রার্থনা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর


নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২

 

নবরাত্রিতে মাতা দুর্গার তৃতীয় স্বরূপ দেবী চন্দ্রঘন্টার উদ্দেশে প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন –

“নবরাত্রির মুহূর্তে মাতা দুর্গার তৃতীয় স্বরূপিনী দেবী চন্দ্রঘন্টার আজ পূজার্চনার দিন। তাঁর অসীম কৃপায় সকলের জীবন সাহসিকতা অথচ বিনম্রতায় সুন্দর হয়ে উঠুক – এই প্রার্থনা জানাই।”

শ্রী মোদী এইভাবেই দেবীর উদ্দেশে তাঁর উচ্চারিত প্রার্থনা ট্যুইট বার্তার মাধ্যমে তুলে ধরেছেন।

 
PG/SKD/DM/