Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নবরাত্রিতে দেবী মা-র উপাসনায় মন অপরিসীম শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে বললেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১ এপ্রিল , ২০২৫

নবরাত্রিতে দেবী মা-র উপাসনায় মন অপরিসীম শান্তিতে ভরে ওঠে বলে আজ মনের নিজের মনের ভাব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন :

“নবরাত্রিতে দেবী মা-র আরাধনা মনকে অপরিসীম শান্তিতে ভরিয়ে তোলে। দেবী মাতার উদ্দেশ্যে নিবেদিত পন্ডিত ভীমসেন যোশীর ভক্তিমূলক ভজন মন্ত্রমুগ্ধ করে তোলে।”

প্রধানমন্ত্রীর শেয়ার করা লিঙ্কে ক্লিক করে শুনে নিন পন্ডিত ভীমসেন যোশীর এই ভক্তিমূলক ভজনটি

https://x.com/narendramodi/status/1906909336628269136

 

SC/AB/SG/