Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নতুন সরকারের প্রথম সিদ্ধান্তে কৃষক কল্যাণের প্রতি দায়বদ্ধতা প্রতিফলিত পিএম কিষাণ নিধির আওতায় অর্থ মঞ্জুর সংক্রান্ত নথিতে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

নতুন সরকারের প্রথম সিদ্ধান্তে কৃষক কল্যাণের প্রতি দায়বদ্ধতা প্রতিফলিত  পিএম কিষাণ নিধির আওতায় অর্থ মঞ্জুর সংক্রান্ত নথিতে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১০ জুন, ২০২৪ 

 

তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে সর্বপ্রথম পিএম কিষাণ নিধির আওতায় সপ্তদশ কিস্তিতে অর্থ মঞ্জুর সংক্রান্ত নথিতে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এরফলে, ৯.৩ কোটি কৃষক প্রায় ২০ হাজার কোটি টাকা পাবেন। 
ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী বলেন, “কৃষক কল্যাণে আমাদের সরকার সম্পূর্ণভাবে দায়বদ্ধ। সেই অনুযায়ী দায়িত্ব নেওয়ার পরই এ সংক্রান্ত ফাইলেই প্রথম স্বাক্ষর করেছি। আগামী দিনে কৃষক এবং কৃষি ক্ষেত্রের জন্য আরও বেশি কাজ করতে চাই”। 

PG/AC/SB