Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নতুন দিল্লিতে ২৮ ফেব্রুয়ারি জাহাঁ-এ-খুসরু, ২০২৫ সমারোহে যোগ দেবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ ফেব্রুয়ারি নতুন দিল্লির সুন্দর নার্সারিতে সুফি সঙ্গীত উৎসব জাহাঁ-এ-খুসরু, ২০২৫-এ যোগ দেবেন। 

ভারতের বৈচিত্র্যময় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার বিষয়ে প্রধানমন্ত্রী বরাবরই আগ্রহী। এই সমারোহ সুফি সঙ্গীত, কবিতা ও নৃত্যের আন্তর্জাতিক এক উৎসব। আমির খুসরুর উত্তরাধিকারের উদযাপনে এই অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্বের নানান প্রান্তের শিল্পীরা। ২০০১-এ এই সঙ্গীত সম্মেলনের সূচনা করেন চলচ্চিত্র নির্মাতা মুজফফর আলি। রুমি ফাউন্ডেশনের আয়োজনে এবারের উৎসব চলবে ২ মার্চ পর্যন্ত। 

প্রধানমন্ত্রী উৎসবস্থলে ‘এক্সপ্লোরেশন অফ দ্য হ্যান্ডমেড’ বাজারেও যাবেন। সেখানে ‘এক জেলা, এক পণ্য’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের নিদর্শন তুলে ধরা হচ্ছে। 

 

SC/AC/DM