Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নগদ টাকা ছাড়াইলেনদেনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর এই আহ্বানেসাড়া দিয়ে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর দপ্তরের পদস্থ আধিকারিকরা।

নগদ টাকা ছাড়াইলেনদেনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর এই আহ্বানেসাড়া দিয়ে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর দপ্তরের পদস্থ আধিকারিকরা।


প্রধানমন্ত্রীরপ্রধান সচিব শ্রী নৃপেন্দ্র মিশ্র এবং অতিরিক্ত প্রধান সচিব শ্রী পি কে মিশ্র সহঅন্যান্য আধিকারিকরা দপ্তরের কর্মীদের জন্য ৭, লোক কল্যাণ মার্গ-এর কার্যালয়ে একবিশেষ কর্মশালার আয়োজন করেন। সেখানে মোবাইল ব্যাঙ্কিং এবং ইউপিআই ও ই-ওয়ালেট সহবিভিন্ন বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনস্‌-এর সাহায্যে কিভাবে প্রাত্যহিক লেনদেন করাযায়, সে সম্পর্কে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

নগদ অর্থ ছাড়াইলেনদেনের প্রক্রিয়াটি সম্পর্কে আধিকারিকরা কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।কর্মীরা যাতে তাঁদের মোবাইল ফোন ব্যবহার করেই লেনদেনের কাজ সেরে ফেলতে পারেন, সেসম্পর্কে তাঁদের উদ্বুদ্ধ করা হয় ঐ কর্মশালায়।

কর্মশালায়অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে এই প্রশিক্ষণলাভে বিশেষ উৎসাহের ভাব লক্ষ্য করা যায়।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং MyGov-এর কর্মী ওআধিকারিকরাও উপস্থিত ছিলেন আজকের এই কর্মশালায়।

PG/SKD/SB