Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ধৈর্য্য ও অধ্যবসায়ের উদাহরণ তৈরি করলেন সুনীতা উইলিয়ামস্‌ এবং ক্রু-৯ এর মহাকাশচারীরা


নয়াদিল্লি, ১৯ মার্চ, ২০২৫ 

 

সুদীর্ঘ সময় মহাকাশে কাটানোর পর পৃথিবীতে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস্‌ এবং ক্রু-৯ এর মহাকাশচারীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এদের সাহসিকতা এবং অধ্যবসায় মহাকাশ অভিযানের ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করল বলেন প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
শ্রী মোদী বলেছেন, মানুষের সম্ভাবনা, স্বপ্ন এবং যাবতীয় বাধা অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর বিষয়গুলি মহাকাশ অভিযানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুনীতা উইলিয়ামস বারংবারই নিজেকে এক্ষেত্রে প্রমাণ করেছেন। চরম অনিশ্চয়তার মধ্যেও তিনি এবং তাঁর সঙ্গে থাকা মহাকাশচারীরা যেভাবে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করে গেছেন, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে অনুসরণযোগ্য হয়ে থাকবে। এদের নিরাপদে পৃথিবীতে ফেরানোর কাজে যাঁরা যুক্ত, তাঁরা আমাদের গর্ব বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। 
এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

 

SC/AC/SB