Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ধনুষ্কোড়ির কোঠন্ডারামস্বামী মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর

ধনুষ্কোড়ির কোঠন্ডারামস্বামী মন্দিরে পূজার্চনা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২১ জানুয়ারি,২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ধনুষ্কোড়ির কোঠন্ডারামস্বামী মন্দিরে পূজার্চনা করেন।

এই মন্দিরটি শ্রী কোঠান্ডারামস্বামীকে উৎসর্গ করা হয়েছে। কোঠন্ডারামার অর্থ হল ‘ধনুক সহ রাম’। এটি ধনুষ্কোড়িতে অবস্থিত। কথিত আছে, এখানে শ্রীরাম বিভীষণের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং এখানেই বিভীষণ শ্রী রামচন্দ্রের কাছে আশ্রয় চেয়েছিলেন। অন্য কিংবদন্তী অনুযায়ী, রাবণকে হারানোরএই জায়গায় নাকি বিভীষণের অভিষেক পর্ব সম্পন্ন করেছিলেন রাম।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :

“কোঠন্ডারামস্বামী মন্দিরে প্রার্থনা জানিয়েছি। নিজেকে অত্যন্ত আশীর্বাদধন্য মনে করছি।”

PG/MP/DM