নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৩
মাননীয়গণ,
নমস্কার!
দ্য ভয়েস অফ গ্লোবাল সাউথ শিখর সম্মেলনে আপনাদের অভিনন্দন।
গত দু’দিন ধরে এই শিখর সম্মেলনে ১২০টিরও বেশি উন্নয়নশীল দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ প্রত্যক্ষ করেছে। দ্য গ্লোবাল সাউথে এটিই সর্ববৃহৎ ভার্চুয়াল সম্মেলন।
সমাপ্তি অধিবেশনে আপনাদের সঙ্গ পেয়ে আমি বাধিত।
মাননীয়গণ,
গত তিন বছর ছিল অত্যন্ত কঠিন সময়। বিশেষত আমাদের মতো উন্নয়নশীল দেশগুলির কাছে।
করোনা অতিমারী, জ্বালানী, সার, খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির চ্যালেঞ্জ, সর্বোপরি উত্তরোত্তর ভূ-রাজনৈতিক উত্তেজনা আমাদের উন্নয়নমূলক প্রচেষ্টার ক্ষেত্রে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে।
এতৎসত্ত্বেও নতুন বছরের সূচনা নতুন আশা নিয়ে হাজির হয়েছে। এজন্য আমি প্রথমেই আপনাদের সকলকে সুখকর, স্বাস্থ্যকর, শান্তিময়, সুরক্ষিত এবং সফল ২০২৩এর জন্য শুভেচ্ছা বার্তা জানাতে চাই।
মাননীয়গণ,
বিশ্বায়নের নীতিকে আমরা সকলে সমর্থন করি। ভারতের দর্শন সব সময় বিশ্বকে এক পরিবার হিসেবে দেখে এসেছে।
তবে উন্নয়নশীল দেশগুলি এমন এক বিশ্বায়নের কথা ভাবে যা জলবায়ু সংকট অথবা ঋণ সংকটের জন্ম দেয়না।
আমরা সেরকমই বিশ্বায়ন চাই যা টিকার অসম বন্টনের দিকে ঠেলে দেয়না অথবা অতি নিয়ন্ত্রিত বিশ্ব সরবরাহ শৃঙ্খলের পথে নিয়ে যায়না এবং উন্নয়নশীল দেশে অত্যাবশ্যক চিকিৎসা সরবরাহ প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সংকটে দীর্ণ হয়না।
মাননীয়গণ,
কূটনৈতিক বার্তার সম্মিলনের স্বার্থে আমি আমাদের বিদেশ মন্ত্রকগুলির যুব আধিকারিকদের যুক্ত করতে ‘গ্লোবাল সাউথ যুব কূটনৈতিক মঞ্চ’-এর প্রস্তাব করছি।
উন্নয়নশীল দেশের ছাত্ররা যাতে ভারতে উচ্চশিক্ষা লাভ করতে পারেন সেদিকে তাকিয়ে ‘গ্লোবাল সাউথ বৃত্তি’র সূচনা করছে ভারত।
মাননীয়গণ,
আজকের অধিবেশনের আলোচ্য বিষয় ভারতের প্রাচীন প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত।
মানব সমাজের কাছে যা সুপ্রাচীন গ্রন্থ হিসেবে পরিচিত ঋক বেদের একটি স্তোত্রে বলা হচ্ছে: संगच्छध्वं संवदध्वं सं वो मनांसि जानताम्
যার অর্থ হল, আসুন আমরা সম্মিলিত হই, একত্রে কথা বলি, আমাদের মন যেন এক ঐক্যসূত্রে আবদ্ধ হয়।
অথবা অন্যভাবে বললে ‘কন্ঠস্বরের ঐক্য, উদ্দেশ্যের সমন্বয়’।
এই ভাবধারা থেকেই আমি আপনাদের বক্তব্য এবং মতামত শুনতে উন্মুখ হয়ে আছি।
ধন্যবাদ!
PG/AB/NS
Addressing concluding session of the "Voice of Global South Summit." https://t.co/7fxVTZaol9
— Narendra Modi (@narendramodi) January 13, 2023
We all appreciate the principle of globalisation.
— PMO India (@PMOIndia) January 13, 2023
India’s philosophy has always seen the world as one single family. pic.twitter.com/7kBhcuHRWM
We urgently need a fundamental reform of the major international organisations. pic.twitter.com/pUvfrY2sHq
— PMO India (@PMOIndia) January 13, 2023
India will establish a "Global-South Center of Excellence." pic.twitter.com/GO4LEyJYN5
— PMO India (@PMOIndia) January 13, 2023
‘Aarogya Maitri’ project will provide essential medical supplies to any developing country affected by natural disasters or humanitarian crisis. pic.twitter.com/5Ekbpv85rA
— PMO India (@PMOIndia) January 13, 2023