নতুন দিল্লি, ১ ডিসেম্বর, ২০২৩
আজ দুবাইয়ে সিওপি ২৮ শীর্ষ সম্মেলনের এক অবসরে সুইডেনের প্রধানমন্ত্রী মিস্টার ইউ ক্রিস্টারসনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
দুই নেতার মধ্যে প্রতিরক্ষা, গবেষণা ও উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়ন, নর্ডিক কাউন্সিল এবং নর্ডিক বাল্টিক ৮ গ্রুপ সম্পর্কিত বিষয়গুলিতে আঞ্চলিক তথা বহুপাক্ষিক সহযোগিতার বিষয়গুলিও স্থান পায় তাঁদের আলোচ্য সূচিতে।
ইউরোপীয় কাউন্সিলের সফল নেতৃত্বদানের জন্য প্রধানমন্ত্রী ক্রিস্টারসনকে অভিনন্দন জানান শ্রী নরেন্দ্র মোদী।
PG/SKD/AS
Excellent meeting with @SwedishPM Ulf Kristersson. We talked about deepening cooperation in futuristic sectors of development. We also discussed how to strengthen efforts to mitigate climate change. pic.twitter.com/HYzhC93Y6k
— Narendra Modi (@narendramodi) December 1, 2023
PM @narendramodi held productive meeting with @SwedishPM Ulf Kristersson, on the sidelines of the @COP28_UAE Summit. They deliberated on a range of topics related to bilateral relations, such as trade and investment, R&D, defence, and climate cooperation. pic.twitter.com/K5SsbWjWSz
— PMO India (@PMOIndia) December 1, 2023