নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন। যাত্রাসঙ্গী শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন তিনি।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :
“আমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্বের উদ্বোধন করলাম এবং যাত্রাপথে প্রাণবন্ত শিক্ষার্থীদের সঙ্গে কথাও বললাম।”
PG/AC/DM
Inaugurated Phase-II of the Ahmedabad Metro Rail Project and on the way to today’s programme with energetic youngsters. pic.twitter.com/59sGNf7kdd
— Narendra Modi (@narendramodi) September 16, 2024