Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দোন্যি পোলো বিমানবন্দরের পাশাপাশি প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি অরুণাচল প্রদেশের পর্যটনকে উজ্জীবিত করেছে


নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২২

 

ইটানগরে দোন্যি পোলো বিমানবন্দরের পাশাপাশি, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি অরুণাচল প্রদেশের পর্যটন ক্ষেত্রকে উজ্জীবিত করেছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডু নানা ছবি সম্বলিত যে ভিডিও-টি শেয়ার করেছেন, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী পেমা খান্ডুর একটি ট্যুইট উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “দেখতে দারুণ লাগছে। নতুন বিমানবন্দরের পাশাপাশি, নতুন উড়ানও যুক্ত হয়েছে। আরও বেশি সংখ্যায় মানুষ অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে পারবেন এবং সেখানকার উষ্ণ আতিথেয়তা উপভোগ করবেন”।

PG/PM/SB