নয়াদিল্লি, ২৭ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ এপ্রিল বেলা ১০-৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 100 W-র ৯১টি এফএম ট্রান্সমিটারের উদ্বোধন করবেন। এর ফলে দেশে বেতার সংযোগের আরও প্রসার হবে।
দেশে এফএম সংযোগ বাড়ানো সরকারের অগ্রাধিকার। নতুন এই ট্রান্সমিটারগুলি বসানো হয়েছে ১৮টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৪টি জেলায়। এক্ষেত্রে অন্যতম লক্ষ্য হল, উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং সীমান্ত অঞ্চলে বেতার পরিষেবার প্রসার। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ট্রান্সমিটারগুলি চালু হতে যাচ্ছে সেগুলি হল – বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, কেরল, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, লাদাখ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আকাশবাণীর এফএম পরিষেবা আরও প্রসারিত হলে এতদিন বেতার সংযোগ থেকে বঞ্চিত আরও ২ কোটি মানুষ এর আওতায় আসবেন। মোট ৩৫ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রসারিত হবে এই পরিষেবা।
সাধারণ মানুষের কাছে পৌঁছনোর ক্ষেত্রে বেতারের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এজন্য তিনি ‘মন কি বাত’ অনুষ্ঠানটির সূচনা করেছেন। এই বেতার অনুষ্ঠান ১০০তম পর্বের দোরগোড়ায়।
PG/AC/DM/