Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দেশে নির্দিষ্ট সময়ে নির্ধারিত কাজ করার ব্যবস্থাপনায় সিএজি-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে অ্যাকাউন্ট্যান্ট জেনারেল ও ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেলদের কনক্লেভে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশে নির্দিষ্ট সময়ে নির্ধারিত কাজ করার যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেখানে ক্যাগের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর এটি সম্ভব হয়েছে, ক্যাগের ক্ষেত্রীয় দপ্তরের আধিকারিক-সহ সকলের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। ক্যাগের বিশ্বাসযোগ্যতা ও শক্তির মূল উৎস কর্মরত দায়িত্ববদ্ধ হিসাব রক্ষকরা বলে তিনি মনে করেন। দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানে পরিবর্তন আনার ওপর তিনি গুরুত্ব দেন। যদিও সেটি বাস্তবায়িত করার একটি বড় চ্যালেঞ্জের ব্যাপার।

প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনে সংস্কার নিয়ে আলোচনা করা নিছক একটি কথার কথা। যখন পুরো দায়বদ্ধতার সঙ্গে সৎভাবে প্রত্যেকে সংস্কারে ব্রতী হবেন, তখনই তা সফলভাবে রূপায়িত হবে। আর দেশের প্রতিটি সরকার ও ক্যাগ-সহ প্রতিটি সংগঠনের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তিনি বলেন, ক্যাগের হিসাব পরীক্ষার কাজে পরিবর্তন আনা হয়েছে। ক্যাগ যে কাজটি করে, প্রশাসনের ওপর তার প্রত্যক্ষ প্রভাব পড়ে। ক্যাগের হিসাব পরীক্ষার পদ্ধতিটি খুব সময় নেয় না। বর্তমানে ক্যাগ প্লাস –এ উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

SSS/CB/SB…