দেশের তরুণ ও যুব সমাজের ক্ষমতায়নের বিষয়টি রয়েছে আমাদের সরকারি কর্ম প্রচেষ্টার মূল কেন্দ্রবিন্দুতে । প্রতিটি ক্ষেত্রেই আমরা এমন এক পরিবেশ ও পরিস্থিতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যার মাধ্যমে প্রতিটি তরুণ ও যুবকের আশা আকাঙ্খার বাস্তবায়ন সম্ভব হয়ে ওঠে।“
এক ট্যুইট বার্তার মাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সরকারি কর্ম প্রচেষ্টার বিভিন্ন ক্ষেত্রে তরুণ ও যুব সমাজের আশা আকাঙ্খা যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে সরকারের অঙ্গীকারের কথা প্রধানমন্ত্রী এইভাবেই তাঁর নিবন্ধ, গ্রাফিক্স, ভিডিও এবং তথ্যের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন ।
CG/SKD/CS
Empowering the youth of our nation is at the heart of our government’s work. Across diverse sectors, we are committed to creating an ecosystem where every youngster’s aspirations are fulfilled. #9YearsOfEmpoweringYouthhttps://t.co/mjiFsNdWeJ
— Narendra Modi (@narendramodi) June 7, 2023