নতুন দিল্লি, ৭ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী স্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে ২ হাজার প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিকে ‘প্রধানমমন্ত্রী ভারতীয় জনওষুধি কেন্দ্র’ খোলার সিদ্ধান্তের প্রশংসা করেছেন । প্রধানমন্ত্রী বলেছেন, দেশের সর্বত্র দামী ওষুধগুলি কম পয়সায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তাদের সরকার দায়বদ্ধ ।
কেন্দ্রীয় সমবায় মন্ত্রীর এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন ;
“ দেশের সর্বত্র দামী ঔষধ কম পয়সায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সরকার দায়বদ্ধ । সমবায় ক্ষেত্রের এই বড় সিদ্ধান্তটি গ্রামাঞ্চলে বসবাসরত মানুষর জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে বলে আমার বিশ্বাস“ ।
CG/CB/CS
देशभर में महंगी से महंगी दवाएं भी कम से कम कीमत पर उपलब्ध हों, यह हमारी सरकार की प्राथमिकताओं में से एक है। मुझे पूर्ण विश्वास है कि सहकारिता क्षेत्र में हुई इस बड़ी पहल से ग्रामीण इलाकों में रहने वाले लोगों का जीवन और आसान होगा। https://t.co/psOk4Q5kle
— Narendra Modi (@narendramodi) June 7, 2023