নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দুবাইতে ওয়ার্ল্ড গর্ভমেন্টস সামিটের ফাঁকে মাদাগাস্কার রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোলিনার সঙ্গে সাক্ষাৎ করছেন। উভয় নেতার মধ্যে এটিই ছিল প্রথম বৈঠক।
উভয় নেতা দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রাচীন ভৌগোলিক যোগাযোগের কথা স্বীকার করেছেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন এবং রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী ভারত-মাদাগাস্কার অংশীদারিত্বকে আরও জোরদার করা এবং ভিশন SAGAR – সামুদ্রিক অঞ্চলে সকলের জন্য নিরাপত্তা ও উন্নয়নে ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে ভারত মহাসাগর অঞ্চলে উন্নয়নশীল দেশ হিসাবে, ভারত মাদাগাস্কারের উন্নয়ন যাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার থাকবে।
PG/SS/SKD
PM @narendramodi and President @SE_Rajoelina of Madagascar had a fruitful meeting in Dubai.
— PMO India (@PMOIndia) February 14, 2024
Their discussions focused on deepening bilateral ties between both the countries. The Prime Minister reassured Madagascar of India's unwavering support in its developmental journey. pic.twitter.com/IiJW2PFgYR
Had a wonderful meeting with President @SE_Rajoelina of Madagascar, an important partner of our SAGAR vision. We discussed ways to boost trade and cultural linkages between our nations. pic.twitter.com/HrCfpz4NZd
— Narendra Modi (@narendramodi) February 14, 2024