নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
দিল্লি সরকারে মন্ত্রী পদে শপথ নেওয়ায় শ্রী প্রবেশ সাহিব সিং, শ্রী আশিস সুদ, সর্দার মনজিন্দর সিং সিরসা, শ্রী রবীন্দর ইন্দ্রাজ সিং, শ্রী কপিল মিশ্র এবং শ্রী পঙ্কজ কুমার সিং-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন :
“দিল্লি সরকারে মন্ত্রী পদে শপথ নেওয়ায় শ্রী প্রবেশ সাহিব সিং, শ্রী আশিস সুদ, সর্দার মনজিন্দর সিং সিরসা, শ্রী রবীন্দর ইন্দ্রাজ সিং, শ্রী কপিল মিশ্র এবং শ্রী পঙ্কজ কুমার সিং-কে অভিনন্দন। এই দল প্রাণশক্তি ও অভিজ্ঞতার এক অপরূপ মিশ্রণ এবং দিল্লির সুশাসনকে নিশ্চিত করবে। তাঁদের আন্তরিক শুভেচ্ছা।
@gupta_rekha
@p_sahibsingh
@mssirsa
@KapilMishra_IND”
SC/AB/DM
Congratulations to Shri Parvesh Sahib Singh Ji, Shri Ashish Sood Ji, Sardar Manjinder Singh Sirsa Ji, Shri Ravinder Indraj Singh Ji, Shri Kapil Mishra Ji and Shri Pankaj Kumar Singh Ji on taking oath as Ministers in the Delhi Government. This team beautifully mixes vigour and… pic.twitter.com/S7fUjnVeR5
— Narendra Modi (@narendramodi) February 20, 2025