Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দিল্লি সরকারে মন্ত্রী পদে শপথ নেওয়ায় প্রবেশ সাহিব সিং, আশিস সুদ, সর্দার মনজিন্দর সিং সিরসা, রবীন্দর ইন্দ্রাজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

দিল্লি সরকারে মন্ত্রী পদে শপথ নেওয়ায় প্রবেশ সাহিব সিং, আশিস সুদ, সর্দার মনজিন্দর সিং সিরসা, রবীন্দর ইন্দ্রাজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

 

দিল্লি সরকারে মন্ত্রী পদে শপথ নেওয়ায় শ্রী প্রবেশ সাহিব সিং, শ্রী আশিস সুদ, সর্দার মনজিন্দর সিং সিরসা, শ্রী রবীন্দর ইন্দ্রাজ সিং, শ্রী কপিল মিশ্র এবং শ্রী পঙ্কজ কুমার সিং-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন : 

“দিল্লি সরকারে মন্ত্রী পদে শপথ নেওয়ায় শ্রী প্রবেশ সাহিব সিং, শ্রী আশিস সুদ, সর্দার মনজিন্দর সিং সিরসা, শ্রী রবীন্দর ইন্দ্রাজ সিং, শ্রী কপিল মিশ্র এবং শ্রী পঙ্কজ কুমার সিং-কে অভিনন্দন। এই দল প্রাণশক্তি ও অভিজ্ঞতার এক অপরূপ মিশ্রণ এবং দিল্লির সুশাসনকে নিশ্চিত করবে। তাঁদের আন্তরিক শুভেচ্ছা।
@gupta_rekha 
@p_sahibsingh 
@mssirsa 
@KapilMishra_IND”

 

SC/AB/DM