Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের ৩৪.৮৭ হেক্টরজমি দ্বিতীয় বিশেষ কূটনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য হস্তান্তরিত হবে ভূমি ও উন্নয়নকর্তৃপক্ষের অনুকূলে


দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের (ডিডিএ) ৩৪.৮৭ হেক্টর জমি ভূমি ও উন্নয়নকর্তৃপক্ষ (এল অ্যান্ড ডি ও)-এর অনুকূলে হস্তান্তরের একটি প্রস্তাব আজ অনুমোদিত হলপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভারবৈঠকে। একটি দ্বিতীয় বিশেষ কূটনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য নয়াদিল্লির দ্বারকায় ২৪নম্বর সেক্টরে অবস্থিত দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের ঐ জমি হস্তান্তরের জন্য প্রস্তাবটিপেশ করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে।

বর্তমানে রাজধানীর চাণক্যপুরীতে রয়েছে একটিমাত্র কূটনৈতিক বিশেষ অঞ্চল।

PG/SKD/DM/