Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দিল্লির নারাইনা-তে লোহরি উদযাপনে সামিল হলেন প্রধানমন্ত্রী

দিল্লির নারাইনা-তে লোহরি উদযাপনে সামিল হলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির নারাইনা-তে লোহরি উদযাপনে যোগ দেন। তিনি বলেছেন, বহু সংখ্যক মানুষের কাছে, বিশেষত উত্তর ভারতের মানুষের কাছে কৃষির সঙ্গে যুক্ত এই উৎসব নবীকরণ এবং আশার বাণী নিয়ে আসে। তরুণ প্রজন্ম এবং মহিলারা এই সমারোহে যোগ দেন উৎসাহের সঙ্গে। 

এক্স বার্তায় প্রধানমন্ত্রী সকলকে লোহরির শুভেচ্ছা জানিয়েছেন।

 

SC/AC/DM