Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দারিপল্লি রামাইয়ার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২৫

দারিপল্লি রামাইয়ার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁকে সততার প্রতীক রূপে স্মরণ করেছেন, যিনি নিজের জীবন লক্ষ লক্ষ বৃক্ষরোপণ এবং সেগুলির সংরক্ষণে সমর্পণ করেছেন।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন : 

“দারিপল্লি রামাইয়া গারুকে স্থিরতার চ্যাম্পিয়ন রূপে স্মরণ করা হবে। তিনি নিজের জীবন লক্ষ লক্ষ বৃক্ষ রোপণ এবং সেগুলির সংরক্ষণে সমর্পণ করেছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় প্রকৃতির প্রতি গভীর প্রেম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিবিড় ভালোবাসা ফুটে ওঠে। তাঁর কাজ আমাদের নবীন প্রজন্মের কাছে পৃথিবীকে একটি সবুজ গ্রহ করে গড়ে তুলতে প্রেরণা যুগিয়ে যাবে। এই দুঃখের সময়ে তাঁর পরিবার এবং প্রশংসকদের আমি গভীর সমবেদনা জানাই। ওঁ শান্তি!”

SC/SB/DM