Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দাদি রতন মোহিনীর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০২৫ 

 

ব্রহ্মকুমারীদের সুমহান আধ্যাত্মিক নেত্রী দাদি রতন মোহিনীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “দাদি রতন মোহিনী ছিলেন এক সুমহান আধ্যাত্মিক প্রেরণা। তিনি প্রজ্ঞা ও দয়ার এক আলোকবর্তিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর জীবনপথে গভীর বিশ্বাস, সারল্য এবং ভালোবাসার প্রতি অবিচল নিষ্ঠা অনেক মানুষকে প্রেরণা যোগাবে। ব্রহ্মকুমারীদের বিশ্ব আন্দোলনে তিনি অসাধারণ নেতৃত্ব যুগিয়েছেন। তাঁর নমনীয়তা, ধৈর্য্য, চিন্তার স্বচ্ছতা এবং উদারতা তাঁকে অনন্য স্থান দিয়েছে। সমাজকে আরও সুন্দর করে তুলতে এবং শান্তির সন্ধানে সকলের পথকে তিনি আলোকিত করে যাবেন। তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ কখনও ভোলার নয়। শোকের এই মুহূর্তে তাঁর গুণগ্রাহী এবং ব্রহ্মকুমারীদের বিশ্ব আন্দোলনে আমি পাশে রয়েছি। ওঁ শান্তি”!

 

SC/AB/SB