নয়াদিল্লি, ০৭ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আয়ুষ্মান ভারত যোজনা দরিদ্র ভাই ও বোনেদের পক্ষে আশীর্বাদ-স্বরূপ।
আয়ুষ্মান ভারত সংক্রান্ত একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়ে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আয়ুষ্মান ভারত আমাদের গরীব ভাই ও বোনেদের চিকিৎসা সংক্রান্ত ব্যয় নিয়ে ভাবনা দূর করেছে। এই প্রকল্প তাঁদের জন্য রক্ষাকবচের মতো, যা আসলে তাঁদের পক্ষে আশীর্বাদ-স্বরূপ”।
PG/CB/SB
आयुष्मान भारत ने हमारे गरीब भाई-बहनों के इलाज के खर्च की चिंता दूर की है। यह योजना जिस तरह से उनके लिए रक्षा कवच बनी है, वो किसी वरदान से कम नहीं है। pic.twitter.com/Tzlgv5bV3G
— Narendra Modi (@narendramodi) April 7, 2023