Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দমনে নমো পথ এবং দেবকা সমুদ্রতট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দমনে আজ নমো পথ ও দেবকা সমুদ্রতট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন, অনুষ্ঠান-স্থলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নির্মাণ শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং তাঁদের সঙ্গে ছবি তোলেন। তিনি নতুন ভারত সেলফি পয়েন্ট ঘুরে দেখেন।

৫.৪৫ কিলোমিটার দীর্ঘ দেবকা সমুদ্রতট-টির আনুমানিক ১৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। অবসর যাপন ও বিনোদনের হাব হিসাবে গড়ে তোলা এই সমুদ্রতট-টি এই অঞ্চলে আরও বেশি পর্যটক আকর্ষণে সক্ষম হবে। এর ফলে, স্থানীয় অর্থনীতি উজ্জীবিত হবে বলে আশা করা হচ্ছে। আধুনিক আলোকসজ্জা, পার্কিং – এর সুবিধা, বাগান, খাবার দোকান, বিনোদন কেন্দ্র ছাড়াও এখানে ভবিষ্যতে বিলাসবহুল তাবু তৈরির ব্যবস্থা থাকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউ এবং লাক্ষাদ্বীপের প্রশাসক শ্রী প্রফুল প্যাটেল।

 

PG/PM/SB