Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি মি: সিরিল রামাফোসার সঙ্গে টেলিফোনে কথা বলেন।

বিশ্বজুড়ে কোভিড – ১৯ মহামারীর ফলে সৃষ্ট অভ্যন্তরীন, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সঙ্কট নিয়ে দুই নেতা আলোচনা করেন। তাঁরা, তাঁদের দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং উদ্ভূত আর্থিক সঙ্কট মোকাবিলায় কি কি ব্যবস্থা নিয়েছেন, তা নিয়েও কথা বলেন।

সঙ্কটের এই সময়ে দক্ষিণ আফ্রিকাকে ভারত, অত্যাবশক ওষুধ সহ সম্ভাব্য সব রকমের সহায়তার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।

এই মহামারীর মোকাবিলায় আফ্রিকা মহাদেশে প্রেসিডেন্ট রামাফোসা, আফ্রিকান ইউনিয়নের প্রধান হিসেবে যে ভূমিকা পালন করছেন, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন।

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে শতাব্দী প্রাচীন বন্ধুত্ব এবং দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী, এই ভাইরাস মোকাবিলায় আফ্রিকাকে পুরো সাহায্য করার বিষয়ে ভারতের অঙ্গীকার আবারও ব্যক্ত করেন।

CG/CB