নয়াদিল্লি, ২২ অগাস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২২ অগাস্ট বিকেলে জোহানেসবার্গে পৌঁছেছেন।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট মিঃ পল শিপোকোসা মাশাতিলে। প্রধানমন্ত্রী শ্রী মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনাও জানানো হয়।
AC/MP/SB
PM @narendramodi landed in Johannesburg, South Africa a short while ago.
— PMO India (@PMOIndia) August 22, 2023
He was warmly received by Deputy President @PMashatile. pic.twitter.com/rOciyXVpxW