নতুন দিল্লি, ১৮ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রীমতী পেতংতার্ন সিনাওয়াত্রাকে অভিনন্দন জানিয়েছেন। সভ্যতা, সাংস্কৃতিক ও মানুষে মানুষে পারস্পরিক বন্ধনের শক্তিশালী ভিত্তির ওপর গড়ে ওঠা ভারত ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশাপ্রকাশ করেছেন শ্রী মোদী।
এক্স পোস্টে শ্রী মোদী লিখেছেন :
“@ingshin থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন। কার্যকালের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানাই। সভ্যতা, সাংস্কৃতিক ও মানুষে মানুষে পারস্পরিক বন্ধনের শক্তিশালী ভিত্তির ওপর গড়ে ওঠা ভারত ও থাইল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে কাজ করার জন্য অপেক্ষা করছি।”
PG/MP/AS
Congratulations @ingshin on your election as the Prime Minister of Thailand. Best wishes for a very successful tenure. Look forward to working with you to further strengthen the bilateral ties between India and Thailand, that are based on the strong foundations of civilisational,…
— Narendra Modi (@narendramodi) August 18, 2024