Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বার্তালাপ


নয়াদিল্লী, ১৪ অক্টোবর, ২০২০
 
 
 
    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাতের জেরে উদ্ভুত পরিস্থিতি নিয়ে দুই রাজ্যের   মুখ্যমন্ত্রী শ্রী কে চন্দ্রশেখর রাও এবং ওয়াই এস জনগমোহন রেড্ডির সঙ্গে কথা বলেছেন। 
 
    এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে উদ্ভুত পরিস্থিতি নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি আর  এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহনের সঙ্গে কথা হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজের জন্য কেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতা ও সহায্য প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্তদের  আমার সমবেদনাও জানাচ্ছি।’
 
 
 
CG/SS/NS