Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় শ্রী রেবন্থ রেড্ডি-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ০৭ ডিসেম্বর, ২০২৩ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় শ্রী রেবন্থ রেড্ডি গারু-কে অভিনন্দন জানিয়েছেন। 
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “তেলেঙ্গার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় শ্রী রেবন্থ রেড্ডি গারু-কে অভিনন্দন জানাই। এই রাজ্যের উন্নয়নে এবং জনগণের স্বার্থে আমি সম্ভাব্য সবরকম সহায়তার আশ্বাস দিচ্ছি”।
“తెలంగాణ ముఖ్యమంత్రిగా ప్రమాణ స్వీకారం చేసిన శ్రీ రేవంత్ రెడ్డి గారికి అభినందనలు. రాష్ట్ర ప్రగతికి, పౌరుల సంక్షేమానికి అన్ని విధాలా తోడ్పాటు అందిస్తానని నేను హామీ ఇస్తున్నాను.”

PG/PM/SB