প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাই। এই রাজ্যের অনন্য সংস্কৃতি ও কঠোর পরিশ্রমী মানুষরা রাজ্যকে বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতার শীর্ষে নিয়ে গেছেন। তেলেঙ্গানার জনসাধারণের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি।“
CG/CB
Best wishes to the people of Telangana on the state’s Formation Day. The state is blessed with a unique culture and hardworking people who have excelled in many areas. Praying for the good health and well-being of the people of Telangana.
— Narendra Modi (@narendramodi) June 2, 2021