নয়াদিল্লি, ০৪ মার্চ, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তেলঙ্গানার আদিলাবাদে ৫৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিদ্যুৎ, রেল ও সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি শুধুমাত্র তেলঙ্গনারই নয়, সারা দেশের বিকাশের ধারাকে জোরদার করবে। কেন্দ্রীয় সরকার এবং তেলঙ্গানা রাজ্যের ১০ বছর পূর্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার রাজ্যগুলিকে সবরকম সহায়তা করতে প্রস্তুত। আজ চালু হওয়া এনটিপিসি-র ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেলঙ্গানাকে আরও সক্ষম করে তুলবে বলে তিনি মন্তব্য করেন। আম্বারি – আদিলাবাদ – পিম্পালখুটি রেল লাইনের বৈদ্যুতিকীকরণ এবং ঐ অঞ্চলে ২টি বড় মহাসড়ক প্রকল্পের শিলান্যাসের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে।
রাজ্যগুলির বিকাশের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের যে মন্ত্র তাঁর সরকার অনুসরণ করে, সেই প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় অর্থনীতির উচ্চ বিকাশ হার এখন আন্তর্জাতিক আঙ্গিনায় অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। গত ত্রৈমাসিকে এদেশের বিকাশ হার দাঁড়িয়েছে ৮.৪ শতাংশে, যা বড় দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি। ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয়ী।
তেলঙ্গানার মতো বহু অঞ্চল আগে অবহেলিত ছিল বলে প্রধানমন্ত্রীর অভিযোগ। তবে, বিগত ১০ বছরে প্রশাসনিক ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে তিনি মনে করেন। এই সময়ে রাজ্যগুলির উন্নয়ন খাতে বরাদ্দ বেশি হয়েছে বলে জানান তিনি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতির ফলে ২৫ কোটিরও বেশি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠে এসেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আগামী পাঁচ বছরে এই বিকাশের ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।
আজ যে প্রকল্পগুলির সূচনা হয়, তার মধ্যে এনটিপিসি প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুতের ৮৫ শতাংশ পাবে তেলেঙ্গানা। এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ঝাড়খন্ডের চাতরায় ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন উত্তর করনপুরা সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পেরও উদ্বোধন করেন। এটিই দেশের প্রথম সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ প্রকল্প। অন্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে যে পরিমাণ জল লাগে তার এক-তৃতীয়াংশেই এর কাজ চলবে। উত্তর প্রদেশের সিংগ্রোউলি তাপবিদ্যুৎ প্রকল্পেরও আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি, রাজস্থানের জয়সলমীরে জলবিদ্যুৎ নিগমের একটি প্রকল্পেরও তিনি সূচনা করেন। উত্তর প্রদেশে ৩টি সৌরবিদ্যুৎ প্রকল্পেরও আজ উদ্বোধন করেন শ্রী মোদী। এছাড়াও, বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্পের আজ সূচনা করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলঙ্গানার রাজ্যপাল ডঃ তামিলিসাই সুন্দররাজন, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী রেবন্ত রেড্ডি, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি প্রমুখ।
PG/AC/SB
From Adilabad in Telangana, launching development initiatives that will further strengthen the country's power, road and rail infrastructure.https://t.co/KV6jbwPsh4
— Narendra Modi (@narendramodi) March 4, 2024
जिस विकास का सपना तेलंगाना के लोगों ने देखा था, उसे पूरा करने में केंद्र सरकार हर तरह से सहयोग कर रही है: PM pic.twitter.com/8I3Z7ksFP2
— PMO India (@PMOIndia) March 4, 2024
राज्यों के विकास से देश का विकास। pic.twitter.com/11cmY9t9wf
— PMO India (@PMOIndia) March 4, 2024