নয়াদিল্লি, ১৬ জানুয়ারি , ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে তৃতীয় লঞ্চ প্যাড স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
এই লঞ্চ প্যাডটি শ্রীহরিকোটায় ইসরোর আগামী প্রজন্মের লঞ্চ ভেহিকেল উৎক্ষেপণের পরিকাঠামো গড়ে তুলবে। এছাড়া এটি সেখানকার অতিরিক্ত দ্বিতীয় লঞ্চ প্যাড হিসেবে কাজ করবে। এর ফলে আগামীদিনে ভারতের মানব মহাকাশযান মিশনের উৎক্ষেপণ ক্ষমতাও বাড়বে।
এই প্রকল্পটি জাতীয় গুরুত্বের একটি প্রকল্প।
রূপায়ণের কৌশল এবং লক্ষ্য :
এটি এমনভাবে ডিজাইন করা হবে যাতে শুধু এনজিএলভি নয়, সেমিক্রায়োজেনিক স্তরে এনজিএলভি-র এলভিএমথ্রি যানের উৎক্ষেপণও সম্ভব হয়। এক্ষেত্রে পূর্ববর্তী লঞ্চ প্যাডগুলির নির্মাণে ইসরোর অভিজ্ঞতার সঙ্গে শিল্প মহলের অংশগ্রহণকে কাজে লাগানো হবে।
৪৮ মাস বা ৪ বছরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
ব্যয় :
লঞ্চ প্যাড এবং সংশ্লিষ্ট সুবিধাগুলির নির্মাণে মোট ৩,৯৮৪.৮৬ কোটি টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে।
সুবিধাভোগীর সংখ্যা :
এর ফলে এখান থেকে আরও বেশি সংখ্যায় মহাকাশযান উৎক্ষেপণ করা সম্ভব হবে। মহাকাশ অনুসন্ধান মিশন এবং মানব মহাকাশযান মিশনে ভারতের সক্ষমতা বাড়বে।
SC/SD/NS