Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তিন সশস্ত্র বাহিনীর সেনা কম্যান্ডারদের সঙ্গে এক সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২৩

মধ্যপ্রদেশের ভোপালে আজ কম্বাইন্ড কম্যান্ডার্স সম্মেলনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেনা কম্যান্ডারদের এই তিনদিনের সম্মেলনের থিম বা বিষয়বস্তু হল – ‘প্রস্তুতি, পুনরুত্থান, প্রাসঙ্গিকতা’। সম্মেলনে জাতীয় নিরাপত্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশের সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রতিরক্ষা জোরদার করার স্বার্থে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতি গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয় আলোচনাকালে।

তিন সশস্ত্র বাহিনীর কম্যান্ডাররাই যোগ দেন এই সম্মেলনে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের পদস্থ আধিকারিকরাও। স্থলসেনা, নৌ-সেনা এবং বায়ুসেনার মধ্যে অন্তর্ভুক্তিমূলক আলোচনা ও আলাপচারিতা ছিল এই সম্মেলনের এক বিশেষ বৈশিষ্ট্য।

এ সম্পর্কে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেছেন :

“আজ সকালের দিকে কম্বাইন্ড কম্যান্ডার্স সম্মেলনে আমি যোগ দিয়েছিলাম। ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে আরও জোরদার করা যায় সে সম্পর্কে আমাদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।”

PG/SKD/DM