Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তিন তালাক বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের লক্ষ্য ‘সবকা সাথ,সবকা বিকাশ,সবকা বিশ্বাস’। পূর্বে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির একটি পূরণ করতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা “মুসলিম উইমেন (প্রোটেকশন অফ রাইট্‌স অন ম্যারেজ) বিল,২০১৯” অনুমোদন করল। এর ফলে,২০১৯-এর দ্বিতীয় অধ্যাদেশটির পরিবর্তে এই বিল কার্যকর হবে।

এর লক্ষ্য মুসলিম মহিলাদের জন্য সমতা এবং ন্যায় নিশ্চিত করা। এছাড়াও,বিবাহিতা মুসলিম মহিলদের সুরক্ষা এবং তাঁদের স্বামীদের দ্বারা তাৎক্ষণিক তালাকের মারফৎ বিবাহ বিচ্ছেদ প্রতিরোধ করা। সংসদের আগামী অধিবেশনে এই বিল পেশ হয়।

প্রস্তাবিত বিলে তিন তালাকের ব্যবস্থা বেআইনি ঘোষণা করা হয়েছে।

তিন তালাককে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে। এর জন্য তিন বছর কারাবাস
এবং জরিমানা করা হবে।

বিবাহিতা মুসলিম মহিলা এবং নির্ভরশীল ছেলে-মেয়েদের জন্য যথেষ্ট পরিমাণ
ভাতা প্রদানের ব্যবস্থা।

এই বিলে এও বলা হয়েছে,যদি বিবাহিত মুসলিম মহিলা নিজে অথবা তাঁর সঙ্গে
রক্তের সম্পর্কে সম্বন্ধিত অথবা বিবাহ সম্পর্কে আবদ্ধ কোন ব্যক্তি যদি থানার

ভারপ্রাপ্ত অফিসারকে এই সংক্রান্ত খবর দেয়,তবে সেটিকেই অভিযোগ হিসেবে

গণ্য করতে হবে।

যে বিবাহিত মুসলিম মহিলাকে তালাক দেওয়া হয়েছে,তাঁর উপস্থিতিতে
ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মামলা রুজু করা যাবে।

অভিযুক্তকে জামিন দেওয়ার আগে তালাকপ্রাপ্তা মুসলিম মহিলার বক্তব্য শুনতে
হবে ম্যাজিস্ট্রেটকে।

২০১৯-এর এই সংক্রান্ত দ্বিতীয় অধ্যাদেশের সবক’টি সংস্থানই রাখা হয়েছে বর্তমান বিলে।

CG/AP/DM/