Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দিরের প্রার্থনাসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দিরের প্রার্থনাসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২০ জানুয়ারি, ২০২৪

 

তামিলনাড়ুর রঙ্গনাথস্বামী মন্দিরে আজ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

সেখানে কম্ব রামায়ণের গাথাগুলিও তিনি শোনেন পরম ধৈর্য্য ধরে। 

এসম্পর্কে তাঁর অভিজ্ঞতার কথা ব্যক্ত করে সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

“শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে প্রার্থনার সুযোগলাভ করে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। এই মন্দিরের সঙ্গে প্রভু শ্রী রামের যোগ ছিল দীর্ঘ সময়কালের। ঈশ্বরের আশীর্বাদধন্য বলে আমি এখন নিজেকে মনে করছি। প্রভু শ্রী রাম একদা ঈশ্বরের ধ্যানে রত ছিলেন।”

PG/SKD/AS