নয়াদিল্লি, ১২ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর কর্ণাটক সফরের অঙ্গ হিসেবে মাণ্ডিয়ায় যান। সেখানে মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সংক্রান্ত একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়ে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“মাণ্ডিয়া, আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ।”
PG/CB/DM/
Thank you for the warm welcome, Mandya! pic.twitter.com/c4nuvIa5F0
— Narendra Modi (@narendramodi) March 12, 2023