নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে ভারত ও ওমানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র সম্পর্কে বিশদ জেনে তাতে অনুমোদন দিয়েছে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ওমানের পরিবহণ, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হ’ল – তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দু’দেশের পারস্পরিক সহায়তা বৃদ্ধি এবং প্রযুক্তি, তথ্য ও বিনিয়োগের আদান-প্রদানের প্রসার ঘটানো।
এই সমঝোতাপত্রটি স্বাক্ষরের দিন থেকে কার্যকর হবে। এর মেয়াদ থাকবে তিন বছর।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সরকারি ও ব্যবসায়িক, উভয় স্তরেই দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এর মূল লক্ষ্য।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সহযোগিতা বৃদ্ধির কথাও এই সমঝোতাপত্রে বলা হয়েছে।
PG/SD/SB…